Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৭

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে

নিজস্ব প্রতিবেদক

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তোমরা বলেছ উই ওয়ান্ট জাস্টিস, সারা দেশ বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। তোমাদের মতো করে দেশকে ভালোবাসা বোঝার হয়তো আমাদের ঘাটতি ছিল, সে ঘাটতি তোমরা পুরিয়ে দিয়েছ। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। যে ভাষায় দেশকে ভালোবাসতে হবে, আম জনতার সঙ্গে থাকতে হবে— সেটা তোমরা ভবিষ্যতেও থেক। দেশ তোমাদের হাতে তুলে দিয়ে আজকে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে।

প্রজন্ম বাংলাদেশের ‘যুব প্রচার অভিযান’ প্ল্যান-বি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার এ অঙ্গীকার করেন তিনি। গতকাল বিকালে রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে এ অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন। প্ল্যান-বি কর্মসূচি তুলে ধরেন প্রজন্ম বাংলাদেশের প্রধান মাহী বি চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় একটি প্রতিবাদী ব্যান্ড সংগীত দিয়ে। অনুষ্ঠানে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী আরও বলেন, বয়স এখানে কোনো বিষয় নয়। কোন বয়সে আমরা মা কে মা বলব, বাবাকে বাবা বলব, দেশকে দেশ বলব, অধিকারকে অধিকার বলব? আর সেই অধিকারে দেশ চালাতে পারব কোন বয়সে? এ সময় আ স ম আবদুর রবকে দেখিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মান-সম্মান যারা এনেছেন তাদের অন্যতম ওনার তখন মাত্র ২৩ বছর বয়স ছিল। ইতিহাস তার সাক্ষী আছে।


আপনার মন্তব্য