বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন করতে পারিনি। তাই আজকে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমরা ভোটাধিকার ফিরে পেতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরে পেতে চাই। আমরা একটি গণতান্ত্রিক চর্চা ফিরে পেতে চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অনেক দিন ধরেই বলে আসছি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ছাড়া স্বৈরাচার সরকারকে অপসারণ সম্ভব নয়। তাই এই জাতীয় ঐক্য প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতির জন্য মাইলফলক। আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। ভবিষ্যতে এই ঐক্য প্রক্রিয়া আরও সুসংহত ও সুসংগঠিত হবে। সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা মূলত পাঁচটি দাবির ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য করেছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সংসদ বাতিল চাই। তফসিল ঘোষণার আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন চাই। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। ইভিএম বাতিল চাই। এই ব্যাপারে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। এ ছাড়া আমরা যারা বিএনপি করি, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তার সঙ্গে সব নেতা-কর্মীর মুক্তি চাই।’ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচনে সবাই যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য নতুন কোনো মামলা দেওয়া যাবে না। কাউকে গ্রেফতারও করা যাবে না। পাঁচ দফা দাবিতে আমরা এগিয়ে চলছি। আজ বিরোধী দল-মতের মানুষের ওপর নির্মম- নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন চলছে। দেশের অর্থনীতি ভঙ্গুর প্রায়। এ থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সে লক্ষ্যেই জাতীয় ঐক্য প্রক্রিয়া।’
শিরোনাম
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
স্বপ্ন বাস্তবায়ন করব আমরা
------ মওদুদ আহমদ
মাহমুদ আজহার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর