বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন করতে পারিনি। তাই আজকে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমরা ভোটাধিকার ফিরে পেতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরে পেতে চাই। আমরা একটি গণতান্ত্রিক চর্চা ফিরে পেতে চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অনেক দিন ধরেই বলে আসছি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ছাড়া স্বৈরাচার সরকারকে অপসারণ সম্ভব নয়। তাই এই জাতীয় ঐক্য প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতির জন্য মাইলফলক। আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। ভবিষ্যতে এই ঐক্য প্রক্রিয়া আরও সুসংহত ও সুসংগঠিত হবে। সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা মূলত পাঁচটি দাবির ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য করেছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সংসদ বাতিল চাই। তফসিল ঘোষণার আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন চাই। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। ইভিএম বাতিল চাই। এই ব্যাপারে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। এ ছাড়া আমরা যারা বিএনপি করি, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তার সঙ্গে সব নেতা-কর্মীর মুক্তি চাই।’ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচনে সবাই যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য নতুন কোনো মামলা দেওয়া যাবে না। কাউকে গ্রেফতারও করা যাবে না। পাঁচ দফা দাবিতে আমরা এগিয়ে চলছি। আজ বিরোধী দল-মতের মানুষের ওপর নির্মম- নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন চলছে। দেশের অর্থনীতি ভঙ্গুর প্রায়। এ থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সে লক্ষ্যেই জাতীয় ঐক্য প্রক্রিয়া।’
শিরোনাম
- সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
- পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ভাই গুলিবিদ্ধ, বোনকে ছুরিকাঘাত
- যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের
- মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি
- মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
- রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে হামলা চালাল ইউক্রেন
- দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
- জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা মামুনুল হকের
- বরগুনায় থামছে না ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত ৫৮ জন
- চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
- বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
- মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
- নাইজেরিয়ায় ১৮ নারী-শিশুকে অপহরণ
- ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে বিএনপি-জামায়াতের অবস্থান ধর্মঘট
- বিক্ষোভের চারদিন পর কাঠমান্ডুর সুপারস্টোরে মিলল ছয় দগ্ধ লাশ
- ‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
- নেত্রকোনার স্পিডবোটডুবি: নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার
স্বপ্ন বাস্তবায়ন করব আমরা
------ মওদুদ আহমদ
মাহমুদ আজহার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর