বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়ন করতে পারিনি। তাই আজকে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমরা ভোটাধিকার ফিরে পেতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা চাই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরে পেতে চাই। আমরা একটি গণতান্ত্রিক চর্চা ফিরে পেতে চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অনেক দিন ধরেই বলে আসছি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ছাড়া স্বৈরাচার সরকারকে অপসারণ সম্ভব নয়। তাই এই জাতীয় ঐক্য প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতির জন্য মাইলফলক। আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। ভবিষ্যতে এই ঐক্য প্রক্রিয়া আরও সুসংহত ও সুসংগঠিত হবে। সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা মূলত পাঁচটি দাবির ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য করেছি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সংসদ বাতিল চাই। তফসিল ঘোষণার আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন চাই। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাই। ইভিএম বাতিল চাই। এই ব্যাপারে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। এ ছাড়া আমরা যারা বিএনপি করি, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। তার সঙ্গে সব নেতা-কর্মীর মুক্তি চাই।’ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচনে সবাই যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য নতুন কোনো মামলা দেওয়া যাবে না। কাউকে গ্রেফতারও করা যাবে না। পাঁচ দফা দাবিতে আমরা এগিয়ে চলছি। আজ বিরোধী দল-মতের মানুষের ওপর নির্মম- নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন চলছে। দেশের অর্থনীতি ভঙ্গুর প্রায়। এ থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সে লক্ষ্যেই জাতীয় ঐক্য প্রক্রিয়া।’
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
স্বপ্ন বাস্তবায়ন করব আমরা
------ মওদুদ আহমদ
মাহমুদ আজহার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর