নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক প্লাটফরম যুক্তফ্রন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদলকারী এসব শাসক-বুর্জোয়া দলের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট জনগণের ভাত ও ভোটের অধিকার আদায়ে রাজপথের আন্দোলন অব্যাহত রাখবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জোটের রাজনীতি, জনগণের ভোটাধিকার, আগামী নির্বাচন পদ্ধতি, নির্বাচন নিয়ে সিপিবির ভাবনা এবং প্রস্তুতির বিষয় সম্পর্কে বিস্তারিত কথা বলেন। সিপিবি সভাপতি বলেন, যুক্তফ্রন্টে যাওয়ার প্রশ্নই আসে না। রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি সমমনা। এদের একটা ডেঙ্গু, আরেকটা চিকুনগুনিয়া। এরা একটা হচ্ছে আপদ, আরেকটা হচ্ছে বিপদ। একদল ভিশন ২০২১ এবং ২০৪১ নিয়ে কথা বলে। আরেক দল ভিশন ২০৩০ নিয়ে কথা বলে। কিন্তু ভিশন ’৭১ নিয়ে কথা বলে না। কেউ জনগণের কথা বলে না। এরা লুটেরা শ্রেণি। এদের থেকে আমরা ১৮০ ডিগ্রি উল্টো এঙ্গেলে চলি। তাই তাদের কারও সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। বিএনপি-আওয়ামী লীগকে ‘এডিস মশা’ আখ্যায়িত করে সেলিম বলেন, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। নির্বাচনে এই দুই জোটের দ্বি-দলীয় ধারার বিপরীতে বিকল্প শক্তি হিসেবে মাঠে প্রস্তুত রয়েছে বাম গণতান্ত্রিক জোট। নির্বাচনের জন্য দেশ কতটা প্রস্তুত এই প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য আন্দোলন করছি। নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কমরেড সেলিম জাতীয় সংসদ নির্বাচনে ‘এলাকাভিত্তিক একক প্রতিনিধিত্বে’র পরিবর্তে ‘জাতীয়ভিত্তিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ চালুর পক্ষে যুক্তি দিয়ে বলেন, বিদ্যমান ব্যবস্থায় প্রতিনিধিত্বশীলতা নিশ্চিত হয় না। এ ব্যবস্থায় সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি হওয়া যায়। তিনি বলেন, সংখ্যানুপাতিক ব্যবস্থায় ব্যক্তির পরিবর্তে দলীয় ইশতেহার প্রাধান্য পাওয়ায় নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তির ব্যবহার হ্রাস পাবে। সেলিম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে আমরা নির্বাচনে অবশ্যই যাব। আর একতরফা নির্বাচন হলে নির্বাচন বয়কট করব।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু