শিরোনাম
মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশেষ দূত

রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে কক্সবাজারে অবস্থান করছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। গতকাল দুপুরে বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। এরপর দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইয়াং হি লি। এ সময় রোহিঙ্গা নেতা, মিয়ানমারে নির্যাতিত নারী ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় রোহিঙ্গা এক শিশুকে কোলে নিয়ে আদর করেন এবং মিয়ানমারে নির্যাতিত এক রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ ছাড়াও ওই সীমান্তে দায়িত্বরত বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সীমান্তের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। রোহিঙ্গারা যাতে নিরাপদে আত্মমর্যাদার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারে সে লক্ষ্যে কাজ করার আশ্বাস দেওয়ার কথা জানান রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকট সুষ্ঠু সমাধানে যাবতীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এরপর তিনি উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআরের ট্রানজিট সেন্টার পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন বলে জানান তিনি। তিন দিনের সফর শেষ করে সোমবার দুপুরে বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। শনিবার ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।

সর্বশেষ খবর