বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রুদ্ধদ্বার বৈঠক ডাকসু নিয়ে

সিরিয়াস হতে বললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সোয়া দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে সিরিয়াস হতে বললেন নেতাদের। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর প্রার্থী বাছাই করতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ডাকসু নির্বাচনে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা ডাকসু নির্বাচনে দলের সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য এস এম কামাল হোসেন গণভবনে যান এবং বৈঠকে অংশ নেন। বৈঠকসূত্র জানায়, বৈঠকে আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে সিরিয়াস হতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন ডাকসুর পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। নতুন নেতৃত্ব বের করে আনতে হবে। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে তরুণ প্রজন্ম ও যুবসমাজ আমাদের ব্যাপকভাবে সমর্থন করেছে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব এবং উপজেলা নির্বাচনের পর উপজেলা, জেলা ও মহানগর সম্মেলনের মাধ্যমে যুবকদের জায়গা করে দিতে হবে। তিনি বলেন, ডাকসু নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহায়তা করা হবে সরকারের পক্ষ থেকে। প্রসঙ্গক্রমে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের বিষয়টি নিয়ে আলোচনায় হয়। একজন নেতা কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কথা তুললে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আসন্ন উপজেলা নির্বাচনের পর জেলা সম্মেলন শুরু হবে। এর পরই যথাসময়ে কেন্দ্রীয় কাউন্সিল। এজন্য প্রস্তুতি নিতে হবে। আমরা জাঁকজমকভাবে সম্মেলন করব। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেত্রীর সঙ্গে আমাদের ডাকসু নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। তিনি আমাদের নির্দেশ নিয়েছেন যাতে এ নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় । নির্বাচনটি যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে বিষয়ে নেত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী চূড়ান্ত বিষয়ে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত জানিয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, কাকে মনোনয়ন দেওয়া হবে সেটি শুধু তিনি ভালো জানেন।

সূত্রমতে, হলের নেতারা বৈঠক করবেন এবং হলগুলোতে কারা কারা প্রার্থী হবেন সে বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তালিকা জমা দেবেন। অন্যদিকে কেন্দ্রীয় নেতারাও একটি তালিকা তৈরি করবেন কারা কারা ডাকসুতে প্রার্থী হতে চান। যোগ্যতা ও দক্ষতা এবং জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারণ করা হবে কে হবেন দীর্ঘদিনের প্রতীক্ষিত ডাকসুর ভিপি ও জিএস পদপ্রার্থী।

সর্বশেষ খবর