সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মালদ্বীপের ক্ষমতায় ফিরছেন নাশিদ

প্রতিদিন ডেস্ক

মালদ্বীপের ক্ষমতায় ফিরছেন নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ নির্বাসন থেকে দেশে ফেরার মাত্র পাঁচ মাসের মাথায় ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরছেন। গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ৮৭ আসনবিশিষ্ট পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করেছে। সূত্র : অনলাইন। রাজধানী মালেতে গতকাল সমর্থকদের উদ্দেশ্যে নাশিদ বলেন, ‘সরকারে শান্তি ও স্থিতিশীলতা আনাই আমাদের প্রধান কর্তব্য।’ নাশিদ (৫১) দেশটিতে ব্যাপক সংস্কার ও সরকারের দুর্নীতি বন্ধ এবং স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক নতুন যুগের সূচনা করার অঙ্গীকার করেন। নির্বাচনে এমডিপি প্রায় ৬০ আসনে জয় পেয়েছে। যদিও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, নাশিদের দল ৬৮টি আসনে জয় পাবে। আনুষ্ঠানিক ফলাফল পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা  গেছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা সেপ্টেম্বরের নির্বাচনের চেয়ে কম। সেপ্টেম্বরের নির্বাচনে ৮৯ শতাংশ ভোটার ভোট দেন।

সর্বশেষ খবর