বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

টিআইবির প্রতিবেদন একপেশে বললেন রুবানা

নিজস্ব প্রতিবেদক

টিআইবির প্রতিবেদন একপেশে বললেন রুবানা

বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেছেন, শ্রমিক অধিকার নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন একপেশে ও নিছক মিথ্যাচার। মঙ্গলবার রাতে জুরাইন কবরস্থানে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। টিআইবির প্রতিবেদন সম্পর্কে তিনি আরও বলেন, ২৪ এপ্রিল রানা প্লাজার ঘটনা। ২৩ এপ্রিল যারা রিপোর্ট প্রকাশ করেন, কেন যে করেন আমি এটা বুঝি না। প্রত্যেক বছরই তারা এটা করেন। এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একপেশে কথা না বলাই ভালো। শ্রমিকের অধিকার যদি আমরা না দেখতাম, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট বাড়ত না।

এমন স্পর্শকাতর সময়ে টিআইবির প্রতিবেদন প্রকাশ মোটেই কাম্য নয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজায় থাকা গার্মেন্ট কারখানা ধসে পড়ে এক হাজার ১৭৫ জনের মৃত্যু হয়। পোশাক খাতের মর্মান্তিক এ ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সর্বশেষ খবর