মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

চরাঞ্চলের গাড়ি ঢাকায় কেন

নিজস্ব প্রতিবেদক

চরাঞ্চলের গাড়ি ঢাকায় কেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকায় বসে উজানচরের প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। উজানচরের প্রকল্প উজানচরে বসে বাস্তবায়ন করতে হবে। ঢাকায় বসে অনেক চরাঞ্চলের গাড়ি চলাচল করতে দেখি। অথচ গাড়িটি ঢাকার জন্য নয়, চরাঞ্চলের প্রকল্প বাস্তবায়নের জন্য কেনা। গতকাল শেরেবাংলা নগরে নিজ দফতরে ন্যাশনাল চর অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চরাঞ্চলের গাড়ি শুধু চর এলাকায় থাকবে। এটা ঢাকায় থাকার কথা নয়। বর্তমান সরকার চরের উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালকদের উচিত হবে চরে থেকেই প্রকল্প বাস্তবায়ন করতে। চরের মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র। সুতরাং চর এলাকার প্রকল্প বাস্তবায়ন করতে আরও মানবিক হতে হবে। চর এলাকায় নিরাপদ, স্যানিটেশন, বিদ্যুৎ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, চরে জমির মালিকানার বিষয়ে একটা জটিলতা তৈরি হয়। নদী এলাকায় হঠাৎ চর জেগে ওঠে তখন মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। চর এলাকায় ছোট ছোট প্রকল্প পিকেএসএফ-এর মাধ্যমে বাস্তবায়ন করা উচিত।

সর্বশেষ খবর