বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্লু ইকোনমি এগিয়ে নিতে গবেষণা কম

নিজস্ব প্রতিবেদক

ব্লু ইকোনমি এগিয়ে নিতে গবেষণা কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, বঙ্গোপসাগরে ব্লু ইকোনমির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে এর ওপর বিস্তর গবেষণার প্রয়োজন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিমরাডের মহাপরিচালক কমোডর এমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জলবিজ্ঞান ও সমুদ্রবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিমরাডের রিচার্স ফেলো ড. আফতাব আলম খান ও কমোডর মোহাম্মদ নুরুল আবছার প্রমুখ। এমদাদুল হক বলেন, আগামী ২০ ও ২১ জুন দিল্লিতে ‘বঙ্গোপসাগরে আঞ্চলিক ব্লু ইকোনমি রূপান্তর’ বিষয়ক সেমিনারে বিমরাডের চারজন গবেষক অংশগ্রহণ করবে। ভারতের দিল্লিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে। 

সেমিনারে সমুদ্র অর্থনীতিতে সমবায় ও সহযোগিতামূলক পন্থা, জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তার ওপর প্রভাব বিষয়ে আলোচনা হবে।

সর্বশেষ খবর