শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জি এম কাদের জাপার চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জি এম কাদের জাপার চেয়ারম্যান

জি এম কাদের এখন জাতীয় পার্টির চেয়ারম্যান। গতকাল দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের পূর্বের ঘোষণা অনুযায়ী জি এম কাদের আজকে থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান। আপনারা জানেন, এরশাদ জীবিত থাকা অবস্থায় ২০ এর ১/ক ধারা অনুযায়ী ওনার অবর্তমানে জি এম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গেছেন।’ বিরোধী দলের নেতা নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে : সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জি এম কাদের বলেন, দলীয় ফোরামে বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। পার্টির পক্ষ থেকে এ বিষয়ে স্পিকারের কাছে সুপারিশ পাঠানো হবে। কারণ, বিষয়টি অনেকটা স্পিকারের ওপর নির্ভর করে। তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ আছেন।’ এরশাদের শূন্য আসনে মনোনয়ন প্রসঙ্গে জি এম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ সময় তিনি বন্যাকবলিত এলাকায় বানভাসি মানুষের বিপদে পাশে দাঁড়াতে নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রয়াত এরশাদের পাশে থাকায় জি এম কাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সিএমএইচের চিকিৎসক, কূটনৈতিক, দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, হাসিবুল ইসলাম জয় উপস্থিত ছিলেন। এদিকে জি এম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করায় ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।

সর্বশেষ খবর