রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

নয়াদিল্লি প্রতিনিধি

ফের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

ফের ভারতের কংগ্রেস সভাপতি হলেন সোনিয়া গান্ধী। গতকাল ঘণ্টার পর ঘণ্টা বৈঠক ও নানা নাটকীয়তার পর তাকেই দলের প্রধান হিসেবে বেছে নেয় কার্যনির্বাহী কমিটি। কংগ্রেসের নতুন সভাপতি কে হচ্ছেন তা নিয়ে দুই মাস ধরে চলছিল আলোচনা। এরই মধ্য গতকালের বৈঠকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। এদিকে  কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক মন্ত্রী মুকুল ওয়াসনিক। দিল্লিতে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরে বৈঠক ছেড়ে চলে যান পদত্যাগী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া ও রাহুল বলেন, দলের প্রধান নির্বাচনের প্রক্রিয়ার বৈঠকে তারা থাকবেন না।

এরপরই বৈঠক ছেড়ে চলে যান মা ও ছেলে। পরে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিকদের জানান, আজকের (শনিবার) বৈঠকে দলের পরবর্তী সভাপতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই পরে আবার বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। রাতে রুদ্ধশ্বাস বৈঠকের পর   সোনিয়া গান্ধীকেই কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর