রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিশ্রাম চাইলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

বিশ্রাম চাইলেন তামিম

বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম এরপর  ইকবাল। আশা ছিল শ্রীলঙ্কা সফরে চেনা রূপে ফিরবেন। না, সেখানেও ব্যর্থ তিনি। তিন সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশের পাশাপাশি অধিনায়ক তামিমের ব্যাট কথা বলেনি। একজন ক্রিকেটারের ফর্ম খারাপ যেতেই পারে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তার বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা তামিম অবশ্যই ফর্মে ফিরবে। দেশের হয়ে নিজেকে সেরা প্রমাণ করবেন। লাগাতার ম্যাচ খেলায় ক্লান্ত হয়ে পড়েছে ও। কিছুদিন বিশ্রামে থাকলেই সব ঠিক হয়ে যাবে। বন্ধুর কথা বোধ হয় ভালো লেগেছে তামিমের। তাই বিসিবি ক্রিকেট অপারেন্স চেয়ারম্যান আকরাম খানের কাছে চিঠি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আসন্ন ত্রিদেশীয় ক্রিকেটে যেন দলে রাখা না হয়। তামিমের চিঠির কথা স্বীকারও করেছেন আকরাম। তবে সিদ্ধান্তটি নেবেন বোর্ড সভাপতি।

 ক্রিকেটারের স্বেচ্ছায় বিশ্রামে যাওয়া নতুন কিছু নয়। তামিম চাচ্ছে ছুটিতে থেকে নিজের ক্লান্তি দূর করতে। আসলে তামিমের মতো দেশসেরা ব্যাটসম্যানের ফর্মে ফেরাটা খুবই জরুরি। তিনি ব্যর্থ মানে দলের ব্যাটিং লাইনে ধস্ নেমে আসা। 

সর্বশেষ খবর