শিরোনাম
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী নিহত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতের নাম শান্তিময় চাকমা ওরফে সুমন চাকমা (৪০)। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডে র আসামি বলে জানা গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক ইউনিয়নে রেডকাটাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রাঙামাটি জেলার বাঘাইহাট সেনা জোন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। ঘটনাস্থলে সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল তৎক্ষণাৎ পাল্টা গুলিবর্ষণ করে এবং উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৪/৫ মিনিট গোলাগুলি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়। গোলাগুলিতে ইউপিডিএফ (মূল) দল এর শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়। উল্লেখ্য, নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি। অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির সাজেক থানার কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার বলেন, সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ইউপিডিএফ কর্মী সুমন চাকমার একটি পিস্তল ও এলাকা তল্লাশি করে আরও একটি পিস্তল উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর