শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুজব ছড়ালে জরিমানার আইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গুজব ছড়ালে জরিমানার আইন হচ্ছে

আগামী মাস থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ১২ ঘণ্টা সম্প্রচারে যাবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েক মাসের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র সারা দেশে দেখা যাবে। তিনি বলেন, বিশ্বে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যে বিভ্রান্তি, চরিত্রহনন, গুজব ছড়ানো বড় সমস্যা। তাই ফেসবুক, ইউটিউবসহ সার্ভিস প্রোভাইডারকে জরিমানাসহ আইনের আওতায় আনতে উন্নত দেশের  মতো বাংলাদেশেও আইন তৈরি হচ্ছে। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল  বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গতকাল বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ বৈঠকের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাসসের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি কলিম সরওয়ার প্রমুখ।

সর্বশেষ খবর