শিরোনাম
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হঠাৎ নগরীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ নগরীতে বাসে আগুন

কুর্মিটোলা ও কারওয়ানবাজারে গতকাল দুটি বাসে হঠাৎ আগুন -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে প্রায় একই সময়ে দুই বাসে সংঘটিত আগুনের ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আগুনের ঘটনা দুটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা- এ নিয়ে পুলিশ ও গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। গতকাল বিকাল সোয়া ৩টায় কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আগুন লেগে বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত যাত্রীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। তবে এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাস দুটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস বেলা পৌনে ৩টার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ানবাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। ফুটওভার ব্রিজের সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভিতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বেলা ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এদিকে বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। এর পরই হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারওয়ান বাজারের আগুনের প্রত্যক্ষদর্শী মেট্রোরেলের ট্রাফিক সুপার মোহাম্মদ আলী জানান, বিকাল ৩টায় ট্রাস্ট পরিবহনের বাসটির ইঞ্জিনে প্রথমে ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখেই বাসটি থেকে চালকসহ যাত্রীরা নেমে যায়। পরে ইঞ্জিনে আগুন জ্বলে উঠলে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তিনিও বাঁশি বাজিয়ে সবাইকে নামিয়ে দেন। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। তার আগে স্থানীয় লোকজন সিএ ভবন থেকে পানি ও এক্সিংগুইশার থেকে গ্যাস মেরে আগুন নেভানোর চেষ্টা করে। পরে সাড়ে ৩টায় ট্রাফিক পুলিশ রেকার দিয়ে বাসটি সরিয়ে নেয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কারওয়ানবাজারে ট্রাস্টের বাসটিতে আগুন ধরেছিল। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, কারওয়ানবাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। বিকাল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালায়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে ওই আগুনের সূত্রপাত হয়। বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। এর পরই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রী ও চালক নিরাপদে রয়েছে বলে জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর