নিশ্চিত করে কেউ বলতে পারছিলেন না এবার নেপাল এসএ গেমসে বাংলাদেশ কটি সোনা জিতবে। বলাও সম্ভব নয়। তবে সেভ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আগের গেমসের চেয়ে সোনার পদক বাড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে। গৌহাটিতে যেখানে বাংলাদেশের চার সোনা এসেছিল। সেখানে এবার ৭-এ দাঁড়িয়েছে। অঘটন যদি না ঘটে তাহলে ১০ সোনা জিতেই গেমস শেষ করতে পারবে বাংলাদেশ। তবে চার সোনা জিতে বাংলাদেশ হঠাৎ ঝিমিয়ে পড়ে। রুপা ও তামা ছাড়া কিছুই মিলছিল না। ভয়ও ঢুকে গিয়েছিল সোনা আর আসবে কি না। শেষ পর্যন্ত ভয়কে জয় করল বাংলাদেশের ক্রীড়াবিদরা। টানা তিন দিন বিরতির পর স্বস্তি ফিরে এলো লাল-সবুজের শিবিরে। গতকাল দুই ডিসিপ্লিনে বাংলাদেশ দেখা পেল দুই সোনার। প্রথম আবার মাবিয়া আক্তার সীমান্তের। গত আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ভারোত্তোলনে সোনা জেতেন বাংলাদেশের এ তরুণী। তার সোনা জয়ের আনন্দাশ্রু আবেগে ভাসিয়ে ছিল এ দেশের ক্রীড়ামোদীদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসে আবারও বিজয়ের পতাকা ওড়ালেন মাবিয়া। গতকাল ৭৬ কেজি ওজন শ্রেণিতে ভারত ও শ্রীলঙ্কার প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জেতেন মাবিয়া। সব মিলিয়ে ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় সোনাটাও আসে ভারোত্তোলন থেকে। তবে পুরুষ বিভাগে, ৯৬ ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। প্রায় ১০ বছর পর পুরুষ কোনো ভারোত্তোলক বাংলাদেশকে সোনা এনে দিলেন। জিয়ারুল বলেন, ‘পদক জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তবে সোনা পাব তা ভাবেনি। এখন অনেক ভালো লাগছে। আশা করি আগামীতেও ভালো করব’। ভারোত্তোলনের পর দিনের তৃতীয় সোনা আসে ফেন্সিং থেকে। এবারই প্রথম এসএ গেমসে ফেন্সিং অন্তর্ভুক্ত হয়েছে। আর তাতেই সোনা জিতে ইতিহাস হয় গেলেন নারী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
এসএ গেমসে আরও তিন সোনা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর