নিশ্চিত করে কেউ বলতে পারছিলেন না এবার নেপাল এসএ গেমসে বাংলাদেশ কটি সোনা জিতবে। বলাও সম্ভব নয়। তবে সেভ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আগের গেমসের চেয়ে সোনার পদক বাড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে। গৌহাটিতে যেখানে বাংলাদেশের চার সোনা এসেছিল। সেখানে এবার ৭-এ দাঁড়িয়েছে। অঘটন যদি না ঘটে তাহলে ১০ সোনা জিতেই গেমস শেষ করতে পারবে বাংলাদেশ। তবে চার সোনা জিতে বাংলাদেশ হঠাৎ ঝিমিয়ে পড়ে। রুপা ও তামা ছাড়া কিছুই মিলছিল না। ভয়ও ঢুকে গিয়েছিল সোনা আর আসবে কি না। শেষ পর্যন্ত ভয়কে জয় করল বাংলাদেশের ক্রীড়াবিদরা। টানা তিন দিন বিরতির পর স্বস্তি ফিরে এলো লাল-সবুজের শিবিরে। গতকাল দুই ডিসিপ্লিনে বাংলাদেশ দেখা পেল দুই সোনার। প্রথম আবার মাবিয়া আক্তার সীমান্তের। গত আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ভারোত্তোলনে সোনা জেতেন বাংলাদেশের এ তরুণী। তার সোনা জয়ের আনন্দাশ্রু আবেগে ভাসিয়ে ছিল এ দেশের ক্রীড়ামোদীদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসে আবারও বিজয়ের পতাকা ওড়ালেন মাবিয়া। গতকাল ৭৬ কেজি ওজন শ্রেণিতে ভারত ও শ্রীলঙ্কার প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জেতেন মাবিয়া। সব মিলিয়ে ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় সোনাটাও আসে ভারোত্তোলন থেকে। তবে পুরুষ বিভাগে, ৯৬ ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। প্রায় ১০ বছর পর পুরুষ কোনো ভারোত্তোলক বাংলাদেশকে সোনা এনে দিলেন। জিয়ারুল বলেন, ‘পদক জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তবে সোনা পাব তা ভাবেনি। এখন অনেক ভালো লাগছে। আশা করি আগামীতেও ভালো করব’। ভারোত্তোলনের পর দিনের তৃতীয় সোনা আসে ফেন্সিং থেকে। এবারই প্রথম এসএ গেমসে ফেন্সিং অন্তর্ভুক্ত হয়েছে। আর তাতেই সোনা জিতে ইতিহাস হয় গেলেন নারী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
এসএ গেমসে আরও তিন সোনা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর