নিশ্চিত করে কেউ বলতে পারছিলেন না এবার নেপাল এসএ গেমসে বাংলাদেশ কটি সোনা জিতবে। বলাও সম্ভব নয়। তবে সেভ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আগের গেমসের চেয়ে সোনার পদক বাড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে। গৌহাটিতে যেখানে বাংলাদেশের চার সোনা এসেছিল। সেখানে এবার ৭-এ দাঁড়িয়েছে। অঘটন যদি না ঘটে তাহলে ১০ সোনা জিতেই গেমস শেষ করতে পারবে বাংলাদেশ। তবে চার সোনা জিতে বাংলাদেশ হঠাৎ ঝিমিয়ে পড়ে। রুপা ও তামা ছাড়া কিছুই মিলছিল না। ভয়ও ঢুকে গিয়েছিল সোনা আর আসবে কি না। শেষ পর্যন্ত ভয়কে জয় করল বাংলাদেশের ক্রীড়াবিদরা। টানা তিন দিন বিরতির পর স্বস্তি ফিরে এলো লাল-সবুজের শিবিরে। গতকাল দুই ডিসিপ্লিনে বাংলাদেশ দেখা পেল দুই সোনার। প্রথম আবার মাবিয়া আক্তার সীমান্তের। গত আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ভারোত্তোলনে সোনা জেতেন বাংলাদেশের এ তরুণী। তার সোনা জয়ের আনন্দাশ্রু আবেগে ভাসিয়ে ছিল এ দেশের ক্রীড়ামোদীদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসে আবারও বিজয়ের পতাকা ওড়ালেন মাবিয়া। গতকাল ৭৬ কেজি ওজন শ্রেণিতে ভারত ও শ্রীলঙ্কার প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জেতেন মাবিয়া। সব মিলিয়ে ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় সোনাটাও আসে ভারোত্তোলন থেকে। তবে পুরুষ বিভাগে, ৯৬ ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। প্রায় ১০ বছর পর পুরুষ কোনো ভারোত্তোলক বাংলাদেশকে সোনা এনে দিলেন। জিয়ারুল বলেন, ‘পদক জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তবে সোনা পাব তা ভাবেনি। এখন অনেক ভালো লাগছে। আশা করি আগামীতেও ভালো করব’। ভারোত্তোলনের পর দিনের তৃতীয় সোনা আসে ফেন্সিং থেকে। এবারই প্রথম এসএ গেমসে ফেন্সিং অন্তর্ভুক্ত হয়েছে। আর তাতেই সোনা জিতে ইতিহাস হয় গেলেন নারী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
এসএ গেমসে আরও তিন সোনা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর