শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত একজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পাটকল শ্রমিকদের অনশন অব্যাহত একজনের মৃত্যু

দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনার পাট শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো অনশন করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। অনশন করছেন খুলনা ও যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে অনড় রয়েছেন। এদিকে অনশনে থাকায় গতকাল এক শ্রমিক মারা গেছেন। এ ছাড়া শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- খুলনা : খুলনায় অনশনরত পাটকল শ্রমিক আবদুস সাত্তার (৫০) মারা গেছেন। তিনি প্লাটিনাম জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে নগরীর খালিশপুর বিআইডিসি রোডে অনশনস্থলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে এই মৃত্যুর খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ ও দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা। অনশনে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুটমিলের কয়েক হাজার শ্রমিক রয়েছেন। গত মঙ্গলবার থেকে টানা তৃতীয় দিনের মতো অনশন করছেন পাটকল শ্রমিকরা। এরই মধ্যে প্রচ- শীত ও ক্ষুধায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

 শ্রমিকরা জানান, প্লাটিনাম জুটমিলের শ্রমিক আবদুস সাত্তার অনশনরত অবস্থায় বিকালের দিকে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে খালিশপুর ক্লিনিকে নেওয়া

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর