শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মামলা নিয়ে অনেকে মন্ত্রী, খালেদা জেলে

নিজস্ব প্রতিবেদক

মামলা নিয়ে অনেকে মন্ত্রী, খালেদা জেলে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে জামিন পান না। অথচ ১৪ বছরের সাজা মাথায় নিয়ে মন্ত্রিত্ব করে বেড়াচ্ছেন। এই দেশে হুলিয়া নিয়ে, মামলা নিয়ে মন্ত্রী হন। শত শত কোটি টাকার ঋণখেলাপিরা মন্ত্রী হচ্ছেন। আর আড়াই কোটি টাকার মামলায় খালেদা জিয়া জেলে। খালেদা জিয়ার জামিন না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মাহমুুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। পাটকল শ্রমিক ও প্লাস্টিক কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে এ মানববন্ধন হয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রীর ভারত সফর কেন বাতিল হয়েছে তা জানতে চান মান্না। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নাকি আকাশ ছুঁয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এদেশে ?যত শ্রমিক সংগঠন আছে তাদের সবার কাছে আহ্বান জানাতে চাই- পাটকল শ্রমিকদের পাশে দাঁড়ান, প্লাস্টিক কারখানায় যারা নির্মমভাবে মারা যান, যাদের চাকরি চলে যায় তাদের পাশে দাঁড়ান। মান্না বলেন, দেশে এখন কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় হাজারের ওপরে। আর নিঃস্ব মানুষ বেড়েছে কোটি কোটি, যাদের পেটে ভাত নেই। এটা ডাকাতের সরকার শুধু নয়, এটা দুর্নীতিবাজদের সরকার। দুর্নীতি দমনের নাম করে যে কাজকর্ম শুরু করেছিল সেটা এখন বন্ধ।

সর্বশেষ খবর