রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রিয়াঙ্কার কণ্ঠে স্লোগান

প্রতিদিন ডেস্ক

প্রিয়াঙ্কার কণ্ঠে স্লোগান

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্লোগানকেই হাতিয়ার করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনিও বললেন, ‘বিজেপি হ্যায় তো মুমকিন হ্যায়’। তার গলায় এ স্লোগান শুনে প্রথমে থমকে যান কংগ্রেস কর্মী-সমর্থকরা। অবশ্য এরপরই পিয়াঙ্কা বলেন, ‘আম্বেদকরের সংবিধান ধ্বংস করছে মোদি সরকার। বিজেপি আছে বলেই চাকরি নেই, বিজেপি আছে বলেই আত্মহত্যা করছেন কৃষকরা, বিজেপি আছে বলে বিক্রি হয়ে যাচ্ছে একের পর এক সংস্থা। বিজেপি আছে বলেই প্রতি কেজি পিয়াজের দাম ১০০ রুপি ছাড়িয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে জোট বাঁধুন। রুখে দাঁড়ান। এদের আটকাতে না পারলে বাবাসাহেবের সংবিধান ধ্বংস করবে এরা।’

গতকাল রাজধানী দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে ‘ভারত বাঁচাও’ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রিয়াঙ্কা দেশের মানুষকে সচেতন করে বলেন, ‘বিজেপির এসব কাজের বিরুদ্ধে আজ গলা না তুলে চুপ থাকলে, ভবিষ্যতে দুঃসময় আসা কেউ আটকাতে পারবে না। দেশের সব নাগরিকের কাছে আমার আবেদন- আপনারা যদি দেশকে ভালোবাসেন, তাহলে প্রতিবাদ করুন। আজ প্রতিবাদ না করলে সংবিধান নষ্ট হয়ে যাবে।’

সর্বশেষ খবর