মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বঙ্গোপসাগরে ফেলে দিন ইভিএম

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে ফেলে দিন ইভিএম

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের স্বার্থে ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, কোনো অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এলসি খুলে সম্পূর্ণ বেআইনিভাবে ইভিএম কিনেছে। এতে দেশের জনগণের চার হাজার কোটি টাকা অপচয় হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকারের স্বার্থে দয়া করে এই ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দিন। ঢাকার সিটি নির্বাচনে ‘প্রি-ইলেকশন রিগিং’ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘নির্বাচনে ইভিএম চাপিয়ে দেওয়া  ভোটাধিকার  কেড়ে নেওয়ার ষড়যন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সহসভাপতি মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ প্রমুখও বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর