শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ হারাবে ইসি

আকতারুজ্জামান

আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ হারাবে ইসি

এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে নির্বাচন কমিশন (ইসি)। তাই আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পেলে সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, কেউ কেউ আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ করছেন ইসিতে। এ অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। এসব অভিযোগের সত্যতা থাকলে অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ, এটিই তো নির্বাচন কমিশনের কাজ। কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পরও যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বলতে হবে ইসি সঠিক কাজটি করছে না। নির্বাচন কমিশনের সবার সঙ্গে সঠিক আচরণ করতে হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে আচরণবিধি সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদি আচরণবিধি প্রয়োগ করতে না পারে তবে নির্বাচন কমিশন নিজেরাই ভবিষ্যতে সমস্যায় পড়বে। কারণ, নির্বাচন কমিশন তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গণমাধ্যমের খবরে প্রচার করতে হবে, যাতে নির্বাচন কমিশন সঠিকভাবে ব্যবস্থা নিতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর