মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডা

নয়াদিল্লি প্রতিনিধি

বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডা

ভারতের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি হয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর স্থলাভিষিক্ত হলেন। নাড্ডা এতদিন (প্রায় এক বছর) বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে কাজ করেন। শাসক দলে তাকে তৃতীয় শীর্ষ নেতা গণ্য করা হয়। নরেন্দ্র মোদি ও অমিত শাহর পরই তার স্থান। সভাপতি পদে নাড্ডার নাম প্রস্তাব করেন দলের  তিনজন সাবেক প্রধান অমিত শাহ, রাজনাথ সিং ও নিতীন গড়কড়ি। আর কোনো প্রার্থী না থাকায় নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) নিবেদিত কর্মী ছিলেন নাড্ডা। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী থাকার আগে তিনি তিন মেয়াদে হিমাচল প্রদেশে বিধান সভার সদস্য ছিলেন। ২০১৯ সালের জুনে তাকে বিজেপির কার্যকরী সভাপতি নিয়োগ করা হয়। তার সামনে এখন কঠিন দায়িত্ব। অমিত শাহর নেতৃত্বে ২০১৪ ও ২০১৯-এর সাধারণ নির্বাচনে বিজেপির বিপুল বিজয় ঘটে। কিন্তু গেল এক বছরে দলটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান বিধান সভা নির্বাচনে হোঁচট খেয়েছে। দিল্লি ও বিহারেও দলের অবস্থা ভালো করতে হবে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে নিতে চাইছে বিজেপি। সমালোচকরা মনে করেন, নাড্ডা আগের মতোই অমিত শাহর ছায়াতলে কাজ করতে থাকবেন। বিজেপি বলছে, নেতৃত্বের প্রশ্নে পরিবারের বাইরে চিন্তা করতে পারে না যে দল, তারাই এ ধরনের ফালতু ধারণা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর