সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিরপেক্ষ ভোটের পক্ষে বললেন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ ভোটের পক্ষে বললেন ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রায় পৌনে এক ঘণ্টার এ সাক্ষাতে ১ ফেব্র“য়ারির সিটি নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎ শেষে হাইকমিশনার গতকাল দুপুরে টিকাটুলীতে ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনা সম্পর্কে বলেন, এ ধরনের সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়। আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। নির্বাচনী প্রতিযোগিতায় কারও ওপর হামলা বা সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। যুক্তরাজ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি নির্বাচন দেখতে চায়। ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ব্রিটিশ হাইকমিশনার সব দলের প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন নিয়ে আলোচনা করছেন। ইশরাকের সঙ্গে এই সাক্ষাৎকার ছিল তারই অংশ।

সর্বশেষ খবর