সরকারের সদিচ্ছা না থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন করুক, তাতে সফলতার সম্ভাবনা কম। সৃজনশীল রাজনীতিতে দুটি বিষয় থাকে। একটি হলো রাজনৈতিক প্রতিযোগিতা। আরেকটি হলো পরস্পর শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব। একজন ৭৫ বছর বয়সী মহিলাকে মাত্র ২ কোটি টাকার জন্য দুই বছর ধরে জেলে থাকতে হচ্ছে আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সবার চোখের সামনে ঘোরাফেরা করছে। এটা হওয়া উচিত নয়। এ ব্যাপারে আমি বলব, সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী। ড. এমাজউদ্দীন আহমদ বলেন, বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচিকে আমি সফল বলব না। তাদের আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। তারা তা করতে পারেনি। দেশবাসীকে কারাবন্দী বেগম খালেদা জিয়ার প্রতি সহানভূতিশীল করতে পারেনি বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, বেগম জিয়া শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীই নন, তিনি তিনবার বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি দেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। দেশে গণতন্ত্রের নেত্রী। দেশে গণতন্ত্র বিকাশের স্বার্থেই বেগম জিয়াকে মুক্তি দেওয়া উচিত। তিনি বলেন, বিএনপি এখনো খ বিখ হয়নি। সর্বশেষ সিটি নির্বাচনেও তাদের অবস্থান জানান দিয়েছে। আমি মনে করি, বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বেগম জিয়ার মুক্তিতে আইনি প্রক্রিয়ায় সুফল পাওয়ার সম্ভাবনা কম। তাই বিএনপিকে রাজপথেই ফিরে যেতে হবে। আর সরকারকে বলব, গণতন্ত্র বিকাশ ও পরস্পর শ্রদ্ধাবোধের রাজনীতির স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিন।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর