সরকারের সদিচ্ছা না থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন করুক, তাতে সফলতার সম্ভাবনা কম। সৃজনশীল রাজনীতিতে দুটি বিষয় থাকে। একটি হলো রাজনৈতিক প্রতিযোগিতা। আরেকটি হলো পরস্পর শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব। একজন ৭৫ বছর বয়সী মহিলাকে মাত্র ২ কোটি টাকার জন্য দুই বছর ধরে জেলে থাকতে হচ্ছে আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সবার চোখের সামনে ঘোরাফেরা করছে। এটা হওয়া উচিত নয়। এ ব্যাপারে আমি বলব, সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী। ড. এমাজউদ্দীন আহমদ বলেন, বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচিকে আমি সফল বলব না। তাদের আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। তারা তা করতে পারেনি। দেশবাসীকে কারাবন্দী বেগম খালেদা জিয়ার প্রতি সহানভূতিশীল করতে পারেনি বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, বেগম জিয়া শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীই নন, তিনি তিনবার বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি দেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। দেশে গণতন্ত্রের নেত্রী। দেশে গণতন্ত্র বিকাশের স্বার্থেই বেগম জিয়াকে মুক্তি দেওয়া উচিত। তিনি বলেন, বিএনপি এখনো খ বিখ হয়নি। সর্বশেষ সিটি নির্বাচনেও তাদের অবস্থান জানান দিয়েছে। আমি মনে করি, বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বেগম জিয়ার মুক্তিতে আইনি প্রক্রিয়ায় সুফল পাওয়ার সম্ভাবনা কম। তাই বিএনপিকে রাজপথেই ফিরে যেতে হবে। আর সরকারকে বলব, গণতন্ত্র বিকাশ ও পরস্পর শ্রদ্ধাবোধের রাজনীতির স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর