শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাশিয়ানীতে বাস নসিমন সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৮ টার দিকে পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩), সুমন (২৮), সিরাজুল ইসলাম (৪০) ও অজ্ঞাত একজন (৪০)।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনী পরিবহনের সঙ্গে শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত ও ১১ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে অজ্ঞাত একজন এবং দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিরাজুল মোল্লা মারা যান। পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলাম জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

রাঙামাটিতে নিহত ১ : রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন, রাঙামাটিতে পিকনিক বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। গতকাল সকাল ১০টার দিকে রাঙামাটি সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, চট্টগ্রামের  প্রতেঙ্গা এলাকা থেকে চয়েস নামে একটি বাস (চট্টগ্রাম-ব-০৫-০০১৫) পিকনিকের লোকজন নিয়ে রাঙামাটি আসে। বাসটির চালক সাপছড়ি ইউনিয়ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে  ফেলেন। বাসটি তখন উল্টে যায়। এ সময় বাস চাপায় এক যুবক নিহত হন। আহত হয় বাসের সব যাত্রী। পরে খবর পেয়ে স্থানীয়রা লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ খবর