সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিটিআরসিকে হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশ মেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে গ্রামীণফোন। গতকাল বিটিআরসির  চেয়ারম্যানের কাছে গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাতসহ কর্মকর্তারা এ সংক্রান্ত পে-অর্ডার হস্তান্তর করেন।

গত বুধবার আপিল বিভাগ সোমবারের (আজ) মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের  নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ ওই নির্দেশ দেয়। এরপরই গ্রামীণফোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা রবিবার বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করবে। গত বছরের ২৪ নভেম্বর সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিল। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গ্রামীণফোন আবেদন করে।

সর্বশেষ খবর