মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালয় জাতীয়তাবাদী নেতা মুহিউদ্দিন ইয়াসিন। তিনি গতকাল মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ’র রাজপ্রাসাদে শপথ গ্রহণ করেন। তবে মুহিউদ্দিনের প্রতি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে কি না, তা দেখতে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেই, এমন একজনকে দেখতে যাচ্ছি আমরা। আমি ষড়যন্ত্রের শিকার। মুহিউদ্দিন আমার সঙ্গে সবচেয়ে বেশি ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চক্রান্ত করেছেন এবং অবশেষে সফল হয়েছেন। অন্যদিকে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন মুহিউদ্দিন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজ সকাল থেকে কাজ শুরু করবেন। এর মাধ্যমে মুহিউদ্দিন মালয়েশিয়ার পদত্যাগকারী প্রধানমন্ত্রী ৯৪ বছর বয়সী আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হবেন। ৭২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন মালয়েশিয়ার সাবেক শাসকদল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও)-র সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন। ইসলামপন্থি দল পিএএসেরও তার প্রতি সমর্থন আছে। ২০১৮ সালের নির্বাচনে মাহাথির ও তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম জোট বেঁধে কয়েক দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা ইউএমএনওকে হারিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে তার আচমকা পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন টানাপোড়েন সৃষ্টি করে। ক্ষমতা আরও সংহত করার? উদ্দেশ্যে পদত্যাগ করলেও শেষে ক্ষমতার দৌড় থেকে ছিটকে পড়েন মাহাথির। এতে কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকা এ রাজনীতিক সাইডলাইনে চলে যান।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
আমি ষড়যন্ত্রের শিকার বিশ্বাসঘাতকতা করেছে মুহিউদ্দিন : মাহাথির
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর