মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালয় জাতীয়তাবাদী নেতা মুহিউদ্দিন ইয়াসিন। তিনি গতকাল মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ’র রাজপ্রাসাদে শপথ গ্রহণ করেন। তবে মুহিউদ্দিনের প্রতি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে কি না, তা দেখতে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেই, এমন একজনকে দেখতে যাচ্ছি আমরা। আমি ষড়যন্ত্রের শিকার। মুহিউদ্দিন আমার সঙ্গে সবচেয়ে বেশি ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চক্রান্ত করেছেন এবং অবশেষে সফল হয়েছেন। অন্যদিকে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন মুহিউদ্দিন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজ সকাল থেকে কাজ শুরু করবেন। এর মাধ্যমে মুহিউদ্দিন মালয়েশিয়ার পদত্যাগকারী প্রধানমন্ত্রী ৯৪ বছর বয়সী আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হবেন। ৭২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন মালয়েশিয়ার সাবেক শাসকদল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও)-র সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন। ইসলামপন্থি দল পিএএসেরও তার প্রতি সমর্থন আছে। ২০১৮ সালের নির্বাচনে মাহাথির ও তার এক সময়কার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম জোট বেঁধে কয়েক দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা ইউএমএনওকে হারিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে তার আচমকা পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন টানাপোড়েন সৃষ্টি করে। ক্ষমতা আরও সংহত করার? উদ্দেশ্যে পদত্যাগ করলেও শেষে ক্ষমতার দৌড় থেকে ছিটকে পড়েন মাহাথির। এতে কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকা এ রাজনীতিক সাইডলাইনে চলে যান।
শিরোনাম
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
আমি ষড়যন্ত্রের শিকার বিশ্বাসঘাতকতা করেছে মুহিউদ্দিন : মাহাথির
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর