শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস পালিত

দেশের ইতিহাসে এই প্রথম ভিন্ন এক আবহে গতকাল পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর এই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে ওঠে। ফুল হাতে লাখো জনতার ঢল নামে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের একপাশে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনেও। কিন্তু গতকাল সেই চিত্র ছিল না। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে রাষ্ট্রীয়ভাবেই কর্মসূচি বাতিল করা হয়েছে। তারপরও জেলায় জেলায় প্রশাসনের উদ্যোগে অনাড়ম্বর পরিবেশে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জনসমাবেশ এড়াতে সাভার স্মৃতিসৌধ কিংবা ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে যেতে না পারলেও কৃতজ্ঞ বাঙালি হৃদয়ের গভীরতা থেকেই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও বীর সেনানীদের। মনের গভীরতা থেকে ঘৃণা ও ধিক্কার জানিয়েছেন একাত্তরের ঘাতক, স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর-আলশামসদের প্রতি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ অনেকেই নিজের ঘরে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা। কেউ কেউ স্বল্প পরিসরে নিজের এলাকায় স্মৃতিস্তম্ভে কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের সাভার প্রতিনিধি জানান, প্রতি বছরের মতো এবার লাখো জনতার ঢল দেখা যায়নি সাভার জাতীয় স্মৃতিসৌধে। অন্যান্য বছর এই সময়ে যেখানে মানুষের জন্য হাঁটা পর্যন্ত দায় হয়ে যায়, সেখানে এবার জনশূন্য পরিবেশ। স্মৃতিসৌধের প্রধান প্রবেশপথ তালা দেওয়া। দ্বিতীয় পথে এক নিরাপত্তাকর্মী বসে ও দাঁড়িয়ে সময় পার করছেন। বন্ধ রয়েছে স্মৃতিসৌধের ফোয়ারাও। প্রধান বেদিতে নেই কোনো ফুল। জাতীয় স্মৃতিসৌধের অফিস সহকারী মো. আবুল বাশার বলেন, স্বাধীনতার ৪৯তম দিবসে এবারই প্রথম কেউ শ্রদ্ধা নিবেদন করতে আসেননি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কয়েকটি স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ জোহর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ২৬ মার্চ ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সব শহীদেরও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তা থেকে যেন বাংলাদেশের মানুষসহ বিশ্বের সব মানুষ পরিত্রাণ পায় সেজন্য বিশেষ দোয়া করা হয়।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল সোয়া ৬টায় বিজিবির সব ইউনিটসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বিজিবির উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিজিবির সব সদস্য নিজ নিজ ব্যবস্থাপনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া দুপুরে বিজিবির সদস্যদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিজিবির সব ইউনিটে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন এবং সন্ধ্যার পর পিলখানার গুরুত্বপূর্ণ অফিস ভবন ও গেটসমূহ আলোকসজ্জা করা হয়। এ ছাড়া ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনাড়ম্বর পরিবেশে গতকাল রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, নাটোর, চাঁদপুর, পাবনা, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রাজবাড়ী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সর্বশেষ খবর