মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফিরে গেলেন ৩৫০ মার্কিন নাগরিক

ফিরছেন ইউরোপিয়ানরা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫০ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানে তারা ঢাকা ছাড়েন। বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ডালাস যাবে। এসব মার্কিন নাগরিকের সঙ্গে তাদের পোষা ৯টি কুকুরও রয়েছে। বাংলাদেশে থাকা ইউরোপীয় নাগরিকরাও দু-এক দিনের মধ্যে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত সিদ্ধান্তে মার্কিন নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। মার্কিন সরকার কাউকে জোর করছে না। একেকজনের পরিস্থিতি একেকরকম। যারা পর্যটক এবং যাদের এখানে পরিবার নেই তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে চাইবেন। আবার কূটনীতিক যারা যাচ্ছেন, তারাও তাদের পরিবারের কারণে যাচ্ছেন। তবে দূতাবাসের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। আমরা নিয়মিত ভিসা সেবা স্থগিত করেছি। কিন্তু জরুরি সেবা অব্যাহত আছে। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বের ২৮টি দেশ থেকে ১০ হাজারেরও বেশি মার্কিন নাগরিককে দেশে ফেরত নিয়ে গেছি। এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।’

ভিসা বন্ধ তবে দূতাবাস চালু : করোনাভাইরাসের কারণে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে ঢাকার বেশির ভাগ বিদেশি মিশন। কোনো কোনো মিশন জরুরি ক্ষেত্রে ভিসা দিচ্ছে। যুক্তরাষ্ট্র, ভারত, জার্মান, মিসর, সুইডেন, ডেনমার্ক, সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড মিশন ভিসা আবেদন নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। আবার কয়েকটি মিশন সাময়িকভাবে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রেখেছে। এ ছাড়া ঢাকা থেকে ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, পোল্যান্ড ও বেলজিয়ামের ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কনস্যুলার সেবাও সীমিত করেছে মিশনগুলো। তবে কোনো দূতাবাস মূল কাজ বন্ধ করেনি এবং করার কোনো পরিকল্পনাও নেই।

সর্বশেষ খবর