ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার হাতে ট্রাকটি জব্দ হলেও চালক পালিয়ে গেছেন। নিহত দুজন হচ্ছেন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. আমজাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও নান্দাইল শহরের কাকচর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে আবদুর রশিদ (৬০)। পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম পান ব্যবসায়ী। তিনি পান বিক্রির জন্য নান্দাইল শহরে এসেছিলেন। অন্যদিকে আবদুর রশিদ পেশায় কৃষক। তিনি ফসলি জমি থেকে বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি নির্জন মহাসড়কে দ্রুতগতিতে চলছিল। এ সময় সড়ক ঘেঁষে সাইকেলে করে পান নিয়ে নান্দাইল শহরের বাজারে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। ট্রাকটি তাকে চাপা দিয়ে আরও দ্রুতগতিতে এগোতে থাকে। এতে সিরাজুলের দেহ ট্রাকের চাকায় পিষে যায়। ঘটনার সময় নিজের ফসলি জমি দেখাশোনার পর ওই সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন আবদুর রশিদ। শব্দ শুনে তিনি পেছনে ফিরে তাকান। তখন দ্রুতগামী ট্রাকটি তাকেও চাপা দেয়। দুটি ঘটনাস্থলের মধ্যে দূরত্ব মাত্র ২০০ গজের মতো। ট্রাকটি দ্রুতগতিতে ওই এলাকা থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু দ্বিতীয় ঘটনাস্থল থেকে ৫০ গজের মতো দূরে অবস্থিত বাসস্ট্যান্ডের কাছে গিয়ে আটকা পড়ে। সেখানে স্থানীয় লোকজন দোকানের বেঞ্চসহ বিভিন্ন সামগ্রী রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অবস্থা বেগতিক দেখে ট্রাক থামিয়ে চালক ও সহযোগী দৌড়ে পালিয়ে যান।
শিরোনাম
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
২০০ গজের ব্যবধানে দুজনকে পিষে মারল ট্রাক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর