রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনুপস্থিতিতে চাকরি যাবে না শ্রমিকের

১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক বলেছেন, করোনা মহামারীর এ সংকটকালে যদি কোনো পোশাক শ্রমিক কারখানায় আসতে না পারেন, তাহলে তার চাকরি যাবে না। গতকাল গণমাধ্যমকে তিনি আরও বলেছেন, যাদের কাজ আছে তারা কারখানা চালাবে। তবে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে চালাতে হবে। সরকারের পক্ষ  থেকে ২৫ মার্চ গণপরিবহন বন্ধ করা হয়েছিল, আর আমরা গার্মেন্টস বন্ধ করেছিলাম ২৬ মার্চ। আমাদের বেশিরভাগ শ্রমিক কারখানার আশপাশেই থাকেন। এর পর যদি তারা বাড়িতে চলে যান তার দায়িত্ব কে নেবে?

‘চাকরি বাঁচাতে পায়ে হেঁটে ঢাকার পথে রওনা হয়েছেন হাজারো পোশাক শ্রমিক। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি-না’ জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, বিষয়টি আমরা দেখছি। তবে এরা সবাই যে  পোশাককর্মী তা নয়। আর এখন বর্তমান পরিস্থিতি সবার বুঝতে হবে। তবে এতটুকু বলতে পারি যারা বাড়ি থেকে আসতে পারবে না, তাদের চাকরি যাবে না। তিনি গার্মেন্ট মালিকদের ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার আহ্বান জানান।

সর্বশেষ খবর