বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চাকরি হারাচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের ১২ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২১০টি দেশে থাবা বসিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি। চলছে লকডাউন। প্রায় স্থবির পুরো বিশ্ব। সারা বিশ্বে বন্ধ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। আর এই প্রভাব এসে পড়েছে বিমান সংস্থাগুলোর ওপর, লোকসানের জেরে একের পর এক সংস্থা হাঁটছে কর্মী ছাঁটাইয়ের দিকে। এবার কর্মী ছাঁটাইয়ের দিকে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে পারে তারা। এয়ারলাইনসের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইনস গ্রুপের পক্ষ থেকে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এ মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। ব্রিটিশ এয়ারলাইনসের মালিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইনস’ গ্রুপের অধীনে রয়েছে Iberia, Aer Lingus, Vueling। এসব সংস্থা মিলিয়ে বছরের তিন মাসে এই গ্রুপের অপারেটিং লস হয়েছে প্রায় ৫৩৫ মিলিয়ন ইউরো। অথচ গত বছর এই তিন মাসে লাভ হয়েছিল ১৩৫ মিলিয়ন ইউরো। রেভিনিউ কমেছে প্রায় ১৩ শতাংশ। ব্রিটিশ এয়ারওয়েজের বিবৃতিতে বলা হয়েছে, ‘আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে সরকারিভাবে সংস্থার তরফে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীর ওপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী।’ বিমান সংস্থাগুলো   লোকসান কমাতে ছাঁটাইয়ের পথে হাঁটছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর