বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

বিশেষজ্ঞ দল পাঠাতে ফোন দিলেন চীনের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় অভিজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। গতকাল বিকাল ৫টায় তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে এ প্রস্তাব দেন। দীর্ঘ ২৫ মিনিটের টেলিফোন আলাপে করোনা মোকাবিলায় পারস্পরিক ছাড়াও চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব বিষয় নিয়ে আলোচনা হয় এ দুই নেতার মধ্যে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, চীনের প্রেসিডেন্ট বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতির বর্তমান অবস্থার কথা জানতে চান। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে করোনাভাইরাস (কভিড-১৯)-এর লড়াইয়ে সে দেশের বিশেষজ্ঞ দল প্রেরণের প্রস্তাব দিয়েছেন। জিন পিং প্রধানমন্ত্রীকে বলেন, আপনি চাইলে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞের দল বাংলাদেশে পাঠাতে চীন প্রস্তুত। ২৫ মিনিটের কথোপকথনের সময় চীনা প্রেসিডেন্ট আশ্বাস দেন তার দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা অর্থনৈতিক উন্নতির জন্য সর্বদা বাংলাদেশের পাশে থাকব এবং আন্তর্জাতিক ফোরামেও এ দেশকে সমর্থন দেব। জিন পিং আরও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরদারে কাজ চালিয়ে যাবে। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রতি সমবেদনা জানানোর জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। মহামারী চলাকালে একে অন্যের দেশে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য প্রেরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস সচিব জানান, চীনা প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেছেন। জিন পিং বলেছিলেন, তাঁর (বঙ্গবন্ধু) সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল। আমরা আশাবাদী, সে সম্পর্কগুলো আগামী দিনে আরও জোরদার হবে।

সর্বশেষ খবর