শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

চিকিৎসা নেই কোথাও

চিকিৎসা নেই কোথাও

করোনাভাইরাস সংক্রমিত জাতীয় দুর্যোগে দেশের চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত শয্যা ও আইসিইউ সুবিধা। বেসরকারি হাসপাতালগুলোতে মিলছে না ন্যূনতম চিকিৎসাসেবা। সরকারের কোনো নির্দেশনাই মানছে না তারা। করোনা আতঙ্কে অন্যান্য রোগীরাও পড়েছেন বিপাকে। ফলে চিকিৎসা ছাড়াই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। আতঙ্কিত ডাক্তাররা যেন পালিয়ে বেড়াচ্ছেন রোগীদের কাছ থেকে। অনেক ডাক্তার রোগী দেখেন মধ্যস্থতাকারীর সহায়তায়। করোনার প্রাদুর্ভাবে দেশের চিকিৎসা ব্যবস্থায়ই যেন দুর্যোগ নেমে এসেছে। দেশের বিভাগীয় পর্যায়ে চিকিৎসা সেবার করুণ চিত্র উঠে এসেছে নিজস্ব প্রতিবেদকদের প্রতিবেদনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর