বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইউএনওর ওপর হামলা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

ইউএনওর ওপর হামলা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার মামলা সর্বোচ্চ শক্তি, সতর্কতা ও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় যে বা যারাই দায়ী হোক, তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

গতকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) এবং পরে হেলিকপ্টারে করে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা আসাদুল হক, নবীরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাস র‌্যাবের কাছে ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর