আবারও ইউএস-বাংলা এয়ারলাইনসে সোনার সন্ধান মিলেছে। এবার মাসকাট-ঢাকা ইউএস-বাংলার ফ্লাইটে আসা এক যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। ওই যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। বাড়ি চট্টগ্রামে। তিনি গতকাল বেলা ১১টায় ওমানের মাসকাট থেকে ঢাকায় আসেন। সোনাগুলোর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক জানান, তাদের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। বেলা ১১টায় মাসকাট থেকে আসা বিএস৩২২ নম্বর ফ্লাইটের যাত্রী সারোয়ার উদ্দিনের কাছে থাকা কালো রঙের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। এগুলোর ওজন ৭ কেজি ২৯০ গ্রাম। এর আগে ১১ জানুয়ারি কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রীদের নামার সিঁড়ির (এয়ার ক্রাফট স্টেয়ার) নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা। ৫ সেপ্টেম্বর ১০ কেজি সোনার বারসহ রোকেয়া শেখ মৌসুমী (২৪) নামে ইউএস-বাংলার এক কেবিন ক্রুকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যারাইবেল গেট এলাকা থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ওইদিন বেলা ১১টার দিকে মাসকাট থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। এ ছাড়া ৩১ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিজনেস ক্লাসের যাত্রী ও ভিআইপি যাত্রী বহনকারী গাড়ির চালককে ৩ কেজি ৭১২ গ্রাম সোনাসহ আটক করা হয়।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা