শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিনামূল্যে করোনা চিকিৎসা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে করোনা চিকিৎসা দিতে হবে

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের  কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির নবনিযুক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা পার্টির মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যুব সংহতি নেতৃবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তৃতা করেন মহাসচিব। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ঢাকার কিছু হাসপাতাল ছাড়া সারা দেশে করোনার চিকিৎসা নেই বললেই চলে। কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়া সম্ভব নয়। আবার উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে টাকা থাকলেও করোনার চিকিৎসা নেই। তাই দেশের মানুষকে বাঁচাতে প্রতিটি সরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসেইন মকবুল আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, যুবসংহতির নবনিযুক্ত সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, শেখ সারোয়ার হোসেন।

সর্বশেষ খবর