বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম দিন ভ্যাকসিন পেলেন যে ২৬ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিন ৩২ জনকে টিকা দেওয়ার কথা থাকলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ছয়জনকে টিকা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে প্রথমে পাঁচজনকে টিকা দেওয়া প্রত্যক্ষ করেন। তারা হলেন- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এরপর ধাপে ধাপে আরও ২১ জনকে টিকা দেওয়া হয়। তারা হলেন- মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আবদুল হালিম, মোহাম্মদ এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আক্তার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আবদুর রহিম, কাজী জসিম উদ্দীন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, মো. আল মাসুম মোল্লা, আমিরুল মোমেনীন, মিস মুন্নি খাতুন, মো. আশিকুল ইসলাম, দেওয়ান হেমায়েত হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর