রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিকলাঙ্গ ইসি, মুমূর্ষু গণতন্ত্র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিকলাঙ্গ ইসি, মুমূর্ষু গণতন্ত্র

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ইসি নির্বাচনব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। একের পর এক নির্বাচনে ব্যাপক অনিয়ম হলেও এগুলোকে মডেল নির্বাচন বলে দাবি করে নিজেদের জাতির কাছে হাস্যকর পাত্রে পরিণত করেছে। ইসি এখন বিকলাঙ্গ, গণতন্ত্র আজ মুমূর্ষু অবস্থায়। গতকাল সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার সময় বিভিন্ন পথসভা ও কর্মীসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারদের মধ্যেও বিভাজন রয়েছে। সিইসি বলেন একরকম, উনার কমিশনার বলেন বিপরীত। সরকারের উদ্দেশে বাবলু বলেন, অবিলম্বে এরকম প্রহসন ও তামাশার নির্বাচন বন্ধ করুন। জনগণের নাগরিক অধিকার স্বাধীনভাবে ‘যাকে খুঁশি তাকে ভোট দেব’ এটা নিশ্চিত করুন। সাবেক এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে এ সময় জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, যুব সংহতির সদস্য সচিব আহাদ চৌধুরী শাহিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন হেলাল, মিজানুর রহমান, মুশফিকুর রহমান, দ্বীন ইসলাম, শেখ সারোয়ার হোসেন, আফজাল হোসেন হারুনসহ স্থানীয় জাপার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর