শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইসিকে বিতর্কিত করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ইসিকে বিতর্কিত করার চেষ্টা

নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই তাদের বিরুদ্ধে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন ইসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দেন ৪২ জন বিশিষ্ট নাগরিক। প্রথম চিঠি পাঠানোর প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছিলেন, ‘ইসিকে দায়ী করে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অনভিপ্রেত এবং আদৌ গ্রহণযোগ্য নয়।’ পরবর্তীতে তথ্য প্রমাণসহ দ্বিতীয় চিঠি পাঠান বিশিষ্ট নাগরিকরা। গতকাল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আমাদের নয়, প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে কেউ কেউ বিভিন্ন অভিযোগ করছেন। আমাদের পূর্বের চাকরিতে যেভাবে স্বচ্ছ ছিলাম, এখনো সে ভাবেই আমরা স্বচ্ছ আছি। সারা জীবন স্বচ্ছ থেকেছি, এখানে দায়িত্ব নিয়ে নিশ্চয় নিজেদের বিতর্কিত করব না। পৌর নির্বাচনের আরও দুই ধাপের ভোট রয়েছে সামনে। অনিয়ম ও সহিংসতা রোধে ইসির তৎপরতার বিষয়ও তুলে ধরেন এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি যাতে ব্যাহত না হয় তার জন্য সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। প্রার্থীরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে। নির্বাচনে কিছু সহিংসতা হচ্ছে; এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট। তবে আগের তুলনায় এখন সহিংসতা অনেকটা কম বলেন তিনি।

সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রতিটি অভিযোগ তদন্ত করা হয় বলে উল্লেখ করেন কবিতা খানম। তিনি বলেন, যে ক্ষেত্রগুলোতে আমাদের কাছে প্রতীয়মান হয়, সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। কিছু কিছু বিষয় থাকে ইসির এখতিয়ারের বাইরে, সেগুলো সম্পর্কে আমরা পরামর্শ দিয়েছি।

সর্বশেষ খবর