শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

কুঁচকির টানে চট্টগ্রাম টেস্টের বাকি দুদিন খেলা অনিশ্চিত হয়ে পড়েছে সাকিব আল হাসানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও কুঁচকিতে টান পড়েছিল। তার খেলা যখন অনিশ্চিত টেস্টে, তখন আইপিএল একটি সুখবরই দিয়েছে সাকিবকে। নিষেধাজ্ঞার জন্য গত মৌসুম খেলেননি। আসন্ন মৌসুমে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাকে নিলামে তোলা হয়েছে চড়া মূল্যে। তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। আইপিএলের আসন্ন মৌসুুমে নিলামের জন্য মোট ১০৯৭ জন ক্রিকেটারকে নিবন্ধন করা হয়েছে। ভারতের ক্রিকেটারের সংখ্যা ৮১৪ এবং বিদেশি ক্রিকেটার ২৮৩ জন। বাংলাদেশ থেকে নিলামে রয়েছে সাকিবসহ পাঁচ ক্রিকেটারের নাম। সাকিবের সঙ্গে সর্বোচ্চ মূল্য তালিকায় রয়েছেন কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম। আইপিএলে নিলাম হবে চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর