সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দূরদর্শিতায় দ্রুত ভ্যাকসিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দূরদর্শিতায় দ্রুত ভ্যাকসিন

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে করোনা ভ্যাকসিন বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে গেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে  হবে। তারই গাইডেন্সে আজকে আমরা ভ্যাকসিন পেয়েছি। গতকাল আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা টিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর মোহাম্মদ, সাংবাদিক মানিক মিয়া, পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ভূইয়া ও মো. কামাল।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লোক যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বিএনপির সাহেবরা তখন বিদেশে চলে যান চিকিৎসা করতে। আইনমন্ত্রী বলেন, গত বছর যখন করোনা মহামারী শুরু হয় তখন এক বিদেশি সাংবাদিক বলেছিলেন বাংলাদেশে ২০ লাখ লোক মারা যাবে। বাংলাদেশের রাস্তায় এত লাশ পড়ে থাকবে দুর্গন্ধে চলাচল করা যাবে না। তাকে আমি বলতে চাই, দুঃখের হলেও বাংলাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন মারা গেছে। পৃথিবীতে বাংলাদেশকে একটি খারাপ দেশ হিসেবে পরিচয় করাতে তারা এটা বলেছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করে। সে কারণেই বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল।

সর্বশেষ খবর