ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে আওয়ামী লীগ নেত্রী বেবী ইয়াছমিনের বিবাহিত ছেলে ও পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি এম রিফাত বিন জিয়াকে আহ্বায়কের পদ দেওয়ায় সংগঠনের ক্ষুব্ধ কর্মীরা মিছিল করেছেন। জিয়ার বিরুদ্ধে রয়েছে একাধিক বিয়ের অভিযোগ। আর সদস্যসচিব করা হয়েছে ঢাকার ব্যবসায়ী মো. আমান উল্লাহকে। গত ২৪ জানুয়ারি বুধবার এ কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। ওইদিন রাতেই অবৈধ ও পকেট কমিটির অভিযোগ আনে রিগানের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ। রাত ১০টার দিকে মিছিল শেষে পথসভা চলাকালে ওই কমিটিরই যুগ্ম আহ্বায়ক-২ মোস্তাকিমুর রহমান ও সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ খন্দকার রিগানকে গ্রেফতার করে পুলিশ। সূত্র জানায়, এক বছর আগে সরাইল উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়। এক বছরে কোনো সভা ও সম্মেলন হয়নি। হঠাৎ করেই জেলা ছাত্রদল ২১ সদস্যবিশিষ্ট সরাইল উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়। প্রতিবাদে রাজপথে নেমে পড়েন রিগানের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। সকাল বাজার থেকে মিছিল করে হাসপাতাল মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করে। পথসভায় তারা রিফাত ও আমানকে অছাত্র উল্লেখ করে এ কমিটিকে প্রত্যাখ্যান করেন। বক্তারা বলেন, রিফাতের মা বেবী ইয়াছমিন সরাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির ৩০ নম্বর সদস্য। এ রিফাত নিজ গ্রামে ও নবীনগরে দুটি বিয়ে করেছেন। এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিব দুজনেরই ছাত্রত্ব নেই। রাত ১০টার দিকে ওই সভা থেকে পুলিশ রিগান মোস্তাকিনকে গ্রেফতার করে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তারা জামিনে বেরিয়ে আসেন। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন উজ্জ্বল বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত অছাত্র ছাত্রদলের কমিটিতে আসতে পারেন না। রিফাত সন্ত্রাসী, নারী নির্যাতন, পুলিশ প্রহার মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি। কমিটি গঠনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, এই কমিটি কেন্দ্রের নির্দেশে করা হয়েছে। এর বেশি কিছু জানি না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ