ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে আওয়ামী লীগ নেত্রী বেবী ইয়াছমিনের বিবাহিত ছেলে ও পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামি এম রিফাত বিন জিয়াকে আহ্বায়কের পদ দেওয়ায় সংগঠনের ক্ষুব্ধ কর্মীরা মিছিল করেছেন। জিয়ার বিরুদ্ধে রয়েছে একাধিক বিয়ের অভিযোগ। আর সদস্যসচিব করা হয়েছে ঢাকার ব্যবসায়ী মো. আমান উল্লাহকে। গত ২৪ জানুয়ারি বুধবার এ কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। ওইদিন রাতেই অবৈধ ও পকেট কমিটির অভিযোগ আনে রিগানের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ। রাত ১০টার দিকে মিছিল শেষে পথসভা চলাকালে ওই কমিটিরই যুগ্ম আহ্বায়ক-২ মোস্তাকিমুর রহমান ও সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ খন্দকার রিগানকে গ্রেফতার করে পুলিশ। সূত্র জানায়, এক বছর আগে সরাইল উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়। এক বছরে কোনো সভা ও সম্মেলন হয়নি। হঠাৎ করেই জেলা ছাত্রদল ২১ সদস্যবিশিষ্ট সরাইল উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়। প্রতিবাদে রাজপথে নেমে পড়েন রিগানের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। সকাল বাজার থেকে মিছিল করে হাসপাতাল মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করে। পথসভায় তারা রিফাত ও আমানকে অছাত্র উল্লেখ করে এ কমিটিকে প্রত্যাখ্যান করেন। বক্তারা বলেন, রিফাতের মা বেবী ইয়াছমিন সরাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির ৩০ নম্বর সদস্য। এ রিফাত নিজ গ্রামে ও নবীনগরে দুটি বিয়ে করেছেন। এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিব দুজনেরই ছাত্রত্ব নেই। রাত ১০টার দিকে ওই সভা থেকে পুলিশ রিগান মোস্তাকিনকে গ্রেফতার করে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তারা জামিনে বেরিয়ে আসেন। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন উজ্জ্বল বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত অছাত্র ছাত্রদলের কমিটিতে আসতে পারেন না। রিফাত সন্ত্রাসী, নারী নির্যাতন, পুলিশ প্রহার মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি। কমিটি গঠনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, এই কমিটি কেন্দ্রের নির্দেশে করা হয়েছে। এর বেশি কিছু জানি না।
শিরোনাম
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
ছাত্রদল কমিটিতে আওয়ামী লীগ নেত্রীর বিবাহিত ছেলে!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর