শিরোনাম
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতা দিবস উদযাপনের সুযোগও রাখেনি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা দিবস উদযাপনের সুযোগও রাখেনি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকে দেশের স্বাধীনতা বিপন্ন। স্বাধীনতা দিবস উদ্যাপনের সুযোগটা পর্যন্ত রাখা হয়নি। প্রতি বছর আমরা যেভাবে ২৬ মার্চ দিবসটি পালন করেছি, সেটুকু সুযোগও এবার আমাদের কিংবা কোনো রাজনৈতিক দলের জন্য সরকার রাখেনি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপির এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী আহমেদ, হাবিব-উন নবী খান সোহেল, খোন্দকার মাশুকুর রহমান এবং ডা. দেওয়ান মো. সালাহউদ্দিনসহ দলটির অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদেশিদের সার্টিফিকেট এখন বেশি প্রয়োজন হয়ে গেছে সরকারের। কারণ মানুষের আস্থার জায়গাটা এই সরকারের জন্য ক্ষীণ হয়ে গেছে।

সব দেশের রাষ্ট্রপ্রধানরা আসুক, এটা তো ভালো। আমাদের সুবর্ণজয়ন্তীতে তাঁরা আসবেন, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু তাঁদের কারণে আমাদের ঘরে বন্দী থাকতে হবে, আমরা আমাদের উচ্ছ্বাস ও আনন্দ উপভোগ করতে পারব না, এটা কিসের স্বাধীনতা?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর