সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের  দেওয়া বিধি নিষেধের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। গতকাল মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে সব ধরনের বিধিনিষেধ উল্লেখ করে বলা হয়েছে, সারা দেশে জেলা ও মাঠ প্রশাসন নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। এসব আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনুনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য  মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। গতকাল বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলার পুলিশ সুপারগণকে তিনি নির্দেশ দেন। আইজিপি বলেন,  গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে। তিনি বলেন, জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহন  চলাচল স্বাভাবিক রাখতে হবে। পুলিশ অফিসার ও ফোর্সকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে দায়িত্ব¡ পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃতব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী যথাযথভাবে পরিধান করতে হবে। পুলিশসহ সবাই মিলে সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে করোনা সংক্রমণের বিস্তার রোধে সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

সর্বশেষ খবর