বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সোনারগাঁর এএসপি বদলি তদন্ত অব্যাহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনার পর এবার সোনারগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তবে, তার এই বদলিকে ‘রুটিন মোতাবেক’ বলে দাবি করছেন তিনি। তিনি বলেন, কোনো কারণে নয়, রুটিন মোতাবেক গত ৫ এপ্রিল রাতে তাকে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে।

নতুন ওসির যোগদান : সোনারগাঁ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আলোচিত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. হাফিজুর রহমান। গতকাল তিনি যোগদান করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ইস্যুতে ৪ এপ্রিল রাতে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গতকাল তার স্থলাভিষিক্ত হলেন মো. হাফিজুর রহমান। হাফিজুর রহমানের আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছিলেন।

সর্বশেষ খবর