শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

প্রতিশ্রুতি অনুযায়ীই বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া হবে : ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত প্রতিশ্রুতি অনুযায়ীই বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন সরবরাহ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এদিকে ‘ইন্ডিয়া রাইটস নেটওয়ার্ক’ সংস্থা আয়োজিত ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘সিরাম সংস্থা যে বাণিজ্যিক চুক্তি করেছে সে অনুযায়ী ভারতের বর্তমান প্রয়োজনভিত্তিক সমীক্ষা করেই ভ্যাকসিন দেওয়া হবে।’ তিনি বলেন, ভুলে যাবেন না। ভারতেও করোনা অতিমারী চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেন, বিদেশে ভ্যাকসিন রপ্তানির জন্য কোনো নিষেধাজ্ঞা ভারত আরোপ করেনি। এ পর্যন্ত ভারত যত ভ্যাকসিন ‘মৈত্রী’ কর্মসূচি অনুসারে রপ্তানি করেছে তার এক-চতুর্থাংশ বাংলাদেশকে দেওয়া থেকেই প্রমাণিত ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দেয়। হাইকমিশনার বলেন, বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বর্তমানে ভারত সরকারের বিবেচনায় রয়েছে। তবে কবে দেওয়া হবে সে বিষয়ে এখনই বলা যাবে না। এ মুহূর্তে সিরাম সংস্থার ভ্যাকসিন তৈরির জন্য যে কাঁচামাল সংগ্রহ করা হয় সেটা আমেরিকা থেকে। সেখান থেকে সরবরাহ কমে গেছে। এ বিষয়ে মুখপাত্র বলেন, ইতিমধ্যেই পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বিষয়টি নিয়ে আমেরিকার সরকারের সঙ্গে আলোচনা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর