করোনায় আক্রান্ত হওয়ার একাদশ দিনে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল স্থিতিশীল। তবে রবিবার মধ্যরাতে প্রচন্ড জ্বর এসেছিল। গতকাল দিনভর কোনো জ্বর ছিল না। চিকিৎসকরা বলছেন, আরও দু-এক দিন না গেলে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না। শুধু জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। বিএনপিপ্রধানকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রবিবার রাতে জ্বর থাকলেও গতকাল সারা দিন কোনো জ্বর ছিল না। আমরা ম্যাডামকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি।’ এর আগে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে যান মেডিকেল বোর্ডের সদস্যরা। বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ঢাকার কয়েকজন সদস্য ছাড়াও লন্ডন-আমেরিকার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এ বোর্ডে রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার সমন্বয় করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘এখন বেগম জিয়া করোনার বিপজ্জনক সময় পার করছেন। তার পরও তাঁর যে শরীরের অবস্থা তা মোটামুটি ভালো। বেগম জিয়া মানসিকভাবে খুবই শক্ত আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ তিনি বলেন, ‘গত তিন দিন থেকে বেগম জিয়ার গায়ে সামান্য জ্বর ওঠানামা করছিল। আগামী ৪৮ ঘণ্টা এ অবস্থা বিরাজ করলে বলতে পারব আমরা একটা নিরাপদ জোনে চলে আসছি। আমরা তাঁর শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তাঁর ব্লাড সুগারসহ অন্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। তাঁর কাশি নেই, গলাব্যথা নেই। তাঁর সবকিছু এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’ ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সঙ্গে বাইরের যোগাযোগ সীমিত।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
খালেদা জিয়ার শঙ্কামুক্ত হতে লাগবে আরও দু-এক দিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর