মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

টসকেই দায়ী করলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

টসকেই দায়ী করলেন মুমিনুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজও হেরে গেছেন টাইগাররা। গতকাল টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৫ উইকেটে আরও ২৬০ রান। কিন্তু দলীয় খাতার ৫০ রান যোগ করতে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক মনে করেন, টস হারার পরেই এই ম্যাচে হেরে যায় টাইগাররা। তিনি বলেন, ‘আমার মতে, এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল টস। এটাই আমার মনে হয়। প্রথম দুই দিনে উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। ম্যাচের প্রায় ৫০ শতাংশই নির্ধারণ হয়ে গিয়েছিল টসের সময়।’

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে। তারপর বাংলাদেশ অলআউট হয় ২৫১ রানে। ফলোঅনে পড়ে যায় সফরকারীরা। তবে উইকেটের বিরূপ আচরণের কথা চিন্তা করে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে লঙ্কানরা। ৯ উইকেটে ১৯৪ রান করে ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। কিন্তু বাংলাদেশের ইনিংস থেমে যায় ২২৭ রানেই। প্রথম টেস্টে দাপটের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় টেস্টে লড়াই জমিয়ে তুলতে পারেননি মুমিনুলরা। সিরিজ হারলেও প্রাপ্তিরও অনেক কিছু দেখছেন টাইগার দলপতি। মুমিনুল বলেন, ‘অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমি সিরিজ হেরেছি এর মানে এই না যে, সব কিছু হেরে গিয়েছি। একটু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবে। এর ভিতরেও অনেক ইতিবাচক দিক আছে, আমার কাছে মনে হয়।’ প্রথম টেস্টে দলগতভাবে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে তা চোখে পড়েনি সেভাবে। মুমিনুল বলেন, ‘আমরা তখনই ভালো খেলি যখন আমরা দলগতভাবে খেলতে পারি। দলের সবাই যখন অবদান রাখে তখন আমরা দল হিসেবে ভালো করতে পারি।’

সর্বশেষ খবর