নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতার ঘটনায় করা মামলার প্রধান আসামি ও খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন (৫২)-এর কারাবন্দী অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৩টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। প্রয়াত মাওলানা ইকবাল হোসেনের স্ত্রী, ৪ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার পিতার নাম আবু সাঈদ। প্রয়াতের বড় মেয়ে মাহবুবা জানান, দুপুর ৩টায় তার বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, আমাদের সকালে জানানো হয়েছে তিনি খুব অসুস্থ। হাসপাতালে গিয়ে আমরা দেখি তিনি ইতিমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ওই রিসোর্ট ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফেসবুক লাইভে এনে নির্যাতনের মুখে মামুনুল হকের কাছে ক্ষমা চাওয়াতে বাধ্য করার ঘটনাও ঘটে। ওই সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন মাগরিবের নামাজের পর মসজিদের মাইকে উসকানিমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা দায়ের করা হয়। গত ১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট বাজার মসজিদের সামনের ঢাকা-মাওয়া হাইওয়ে থেকে চারজনকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃতরা হলেন, খেলাফতে মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ও হেফাজতের নেতা ইকবাল হোসেন ওরফে মাওলানা মো. ইকবাল হোসেন (৫২), হেফাজতে ইসলাম সোনারগাঁ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫৩), হেফাজতে ইসলাম সোনারগাঁ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান খান ওরফে শিবলী (৪৩) এবং হেফাজতে ইসলাম সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)। পরে ১২ এপ্রিল মাওলানা ইকবাল হোসেনসহ চারজনকে সাত দিন করে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে পাঠালে আদালত প্রত্যেককে এক মামলায় দুই দিন ও আরেক মামলায় এক দিনসহ মোট তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে। গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক কান্ডকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি ও খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে